নয়াদিল্লি: সময় যত যাচ্ছে, ততই দেশজুড়ে মাত্রাছাড়া হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পাশাপাশি করোনার নতুন স্ট্রেন ওমিক্রন আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। বছরশেষের উৎসবের মরশুমে ভিড় বেড়ে যাওয়া সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে প্রশ্ন উঠছে, প্রত্যেকে নিয়মিত মাস্ক যাঁরা ব্যবহার করছেন, তাঁরা কীভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন? সেক্ষেত্রে ভুলটা কোথায়? ঠিক সেই জায়গাতেই চিকিৎসকরা বলছেন মাস্ক পরার ক্ষেত্রেও সতর্কভাবে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। না হলেই করোনার মারণফাঁদ অপেক্ষা করছে।
মাস্ক ব্যবহার করতে গেলে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে। যদি কেউ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তাহলে দু’বারের বেশি কখনোই তা ব্যবহার করা উচিত নয়। খুব ভালো হয়, যদি সার্জিক্যাল মাস্ক কেউ একবারের জন্য ব্যবহার করেন। মাস্ক ব্যবহার করার পর অবশ্যই তা ডিসপোজ বা নষ্ট করে দিতে হবে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল মুখের সঙ্গে মাস্কের ভালোভাবে সেট হওয়া। যদি তা না হয়, তাহলে মাস্ক বাতিল করে দিতে হবে। কোনওভাবে ঢিলেঢালা মাস্ক কিংবা নষ্ট হয়ে যাওয়া মাস্ক ব্যবহার করা উচিত নয়। সম্ভব হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করুন। কাপড়ের মাস্ক খুব একটা প্রতিরক্ষা জোগায় না। মাস্ক যখন মুখে পরা থাকবে, সে সময় হাত দিয়ে মাস্ক ধরা উচিত নয়। এমনকি, কথা বলার সময়ও মাস্ক মুখের নীচে নামানো উচিত নয়। নাক এবং মুখ ভালোভাবে মাস্ক দিয়ে ঢেকে রাখতে হবে বাইরে বের হলেই। হাত স্যানিটাইজ করে তবে মাস্কে হাত দেওয়া যাবে। সব মিলিয়ে করোনার হাত থেকে বাঁচতে প্রথম থেকেই অনিবার্য হয়ে উঠেছিল মাস্ক ব্যবহার। যত সময় যাচ্ছে, মাস্কের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম হয়ে উঠছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial