সামসী: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রতুয়া-২ ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার অচিনতলায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি, রতুয়ার বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
জেলা তৃণমূল সভাপতি ও এলাকার বিধায়ক আব্দুর রহিম বকসি জানান, করোনা ও ওমিক্রনের ভয়াবহতা রোখার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের তরফে নেতাকর্মীরা সবাই প্রস্তুত রয়েছি। যদি জেলার কোথাও আক্রান্ত ব্যক্তির হদিস মেলে তাহলে ওই পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে। এমনকি করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে ওষুধ ও খাবার পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।