নয়াদিল্লি: বিমানে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এমনটাই জানানো হল কেন্দ্রের তরফে। বুধবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এবার বিমানযাত্রায় আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। একাধিক বিমান সংস্থাকে সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ ম্যানেজমেন্টের অংশ হিসাবে এই নতুন সরকারি নীতি আনা হয়েছে। তবে চিঠিতে এও উল্লেখ রয়েছে, বিমানের ভেতরে ঘোষণায় বলা যেতে পারে, কোভিড প্রতিরোধে যাত্রীরা মাস্ক বা ফেস কভার ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত, দেশে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। গত কয়েক সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নীচে ঘোরাফেরা করছে। পরিসংখ্যানের দিক দিয়ে সংক্রমণ নিম্নমুখী থাকায় করোনাবিধি কার্যত শিথিল করল কেন্দ্র।
আরও পড়ুন : হঠাৎই মাটি কেঁপে উঠল হিমাচল প্রদেশের, আতঙ্কিত সাধারণ মানুষ