বিন্নাগুড়ি: চার হাত এক হল ২১ জোড়া পাত্রপাত্রীর। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পাত্রপাত্রীদের জন্য রবিবার গণবিবাহের আয়োজন করে ‘লায়ন্স ক্লাব অফ বিন্নাগুড়ি ডুয়ার্স’। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি বিডিএসসিএ ক্লাবের মাঠে এই বিবাহের আয়োজন করা হয়। বিন্নাগুড়ি সংলগ্ন বিভিন্ন চা বাগানের আদিবাসী দুঃস্থ পরিবার যারা আনুষ্ঠানিকভাবে বিবাহের আয়োজন করতে পারেনি তাদের নিয়েই এই গণবিবাহের আয়োজন করা হয়। নবদম্পতিকে টোটোতে চাপিয়ে র্যালিও করা হয় এদিন। উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি লায়ন্স ক্লাবের সভাপতি সরিতা আগরওয়াল, চেয়ারম্যান কুমার লামা, কো-অর্ডিনেটর মোহন বনসাল সহ অন্যরা।
আরও পড়ুন : টেলিমেডিসিনে স্ট্রোকের চিকিৎসার উদ্যোগ