বিন্নাগুড়ি: স্কুলের সহকর্মীর সঙ্গে অশালীন আচরণ এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। বিন্নাগুড়ি হাটখোলা এলাকায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম ভাস্কর বরুয়া। সোমবার ঘটনাটি জানাজানি হওয়ার পর বিন্নাগুড়ি এলাকার ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা বিশেষ করে মহিলারা জমায়েত করে ওই বেসরকারী ইংরেজি মাধ্যমের জুনিয়ার হাই স্কুলে যান। অভিযুক্তকে টেনে বাইরে এনে তার মুখে কালি মাখিয়ে গণধোলাই দিয়ে জুতোপেটা করেন স্থানীয় বাসিন্দারা। ১ কিমি রাস্তা তাঁকে হাটিয়ে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ কোনও ভাবে ওই ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুরু হয় স্কুলের সামনে বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরই মাঝে ক্ষিপ্ত জনতা বেসরকারী স্কুলটির উপর চড়াও হয়। এরপর ক্ষিপ্ত জনতা কিছু সময়ের জন্য বিন্নাগুড়িতে ৩১সি নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকে। বানারহাট থানা থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নিয়ে বানারহাট থানায় এসে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বানারহাট থানার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। এখনও এফআইআর দায়ের করা হয়নি।