ডিজিটাল ডেস্ক : বেশ কিছুদিন যাবত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমাবাজির ঘটনা সামনে আসছে। এবার রাজপুর সোনারপুর পুরসভার নরেন্দ্রপুর(Narendrapur) থানা এলাকায় ব্যাপক বোমাবাজির খবর সামনে এল। সূত্রের খবর, সোমবার গভীর রাতে রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লী এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে জানা গিয়েছে। মাঝরাতের বোমাবাজিতে এলাকা কেঁপে ওঠে। স্থানীয় মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশের কাছে খবর যায়। সকালে পুলিশ এসে সেই ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই বোমাবাজির ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। মঙ্গলবার ঘটনাস্থলে এসে দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার দাবি করেছেন, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় বিজেপি আতঙ্ক ছড়াতে চাইছে। মানুষকে ভয় দেখানো তাঁদের উদ্দেশ্য। অন্যদিকে বিজেপির তরফ থেকে স্থানীয় নেতা সুনিপ দাস পুরো ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হয়েছে বলে ব্যাখ্যা করেছেন।
এই বোমাবাজি নিয়ে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন বিশ্বকাপ ফুটবলের কারণে বাজি পূড়ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের ভুল ভাঙে। পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অন্যদিকে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।