মুম্বই: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড বাণিজ্যনগরীতে। ঘটনায় আহত হয়েছেন একজন দমকলকর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার মুম্বইয়ের মানখুরদে পরিত্যক্ত জঞ্জাল, লোহার স্তূপে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৩টি ইঞ্জিন সহ ১১টি জলের ট্যাংকার ও দুটি অ্যাম্বুলেন্স। এক একর এলাকাজুড়ে রয়েছে ওই স্তূপ। এলাকায় এক হাজারেরও বেশি গোডাউন রয়েছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ১৫ ফুট পর্যন্ত কুণ্ডলী দেখা গিয়েছে। আগুন নেভানোর কাজে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। এলাকা পরিদর্শনে যান মেয়র কিশোরী পেডনাকর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
#WATCH I Maharashtra: Firefighting operation continues at the godowns in Mumbai's Mankhurd where a fire broke out yesterday. pic.twitter.com/ttN2qarzaI
— ANI (@ANI) February 6, 2021
সম্প্রতি আগুন লেগেছিল মুম্বইয়ের একটি ফিল্ম সেটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হয়। বেআইনিভাবে নির্মাণের কারণে এই অগ্নিকাণ্ড বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এভাবে একের পর এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।