ইসলামাবাদ: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রান্তকারী সাজিদ মীরের ১৫ বছরের জেলের সাজা হল পাকিস্তানে। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাহৌরের সন্ত্রাসদমন আদালতে লস্কর-ই-তৈবার সদস্য সাজিদের বিরুদ্ধে ২০০৮ সালে মুম্বই হামলার জন্য অর্থ সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছে। জঙ্গিগোষ্ঠী লস্করের সামাজিক সংগঠন জামাত-উদ-দাওয়ার সক্রিয় সদস্য ছিল সাজিদ। সম্প্রতি পাকিস্তান পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার সেই ভয়ঙ্কর স্মৃতি আজও দগদগে। করাচি থেকে জলপথে মুম্বইয়ে পা রেখেছিল আজমল কাসভ সহ ১০ লস্কর জঙ্গি। প্রথমে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় তারা। এরপর এক এক করে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউসে হামলা চলে। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় পুলিশ। সন্ত্রাসী হামলায় বহু সাধারণ মানুষ প্রাণ হারান। কাসভ ছাড়া সকলেরই মৃত্যু হয়। পরে ফাঁসি হয় কাসভের।
আরও পড়ুন : ‘মৃত’ জঙ্গিকে গ্রেপ্তার করল পাকিস্তান