চালসা: প্রায় দুই মাস আগে রাস্তা তৈরির জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু কাজ আর হচ্ছে না বলে অভিযোগ। বৃহস্পতিবার বৃষ্টির জেরে জল জমে ডোবার আকার নিয়েছে। ফলে যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চয়েত এলাকার ঘটনা।
জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে মাথাচুলকা টেনসন মোড় থেকে স্কুল মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ করা হবে। তার জন্য মাস দুয়েক আগে মাটি খুঁড়ে রাখা হয়। কিন্তু গত প্রায় ১০ দিন ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে বৃষ্টিতে জল জমে যাতায়াতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চয়েত সদস্য আব্দুল আজহার আলি জানান, এটা জেলা পরিষদের কাজ। বিষয়টি জেলা পরিষদের সদস্যাকে জানানো হয়েছে। জেলা পরিষদের সদস্যা সীমা সরকার জানান, কাজের এজেন্সির সঙ্গে কথা হয়েছে। শনিবার থেকে কাজ শুরু করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরি