দেবাশিস দত্ত, পারডুবি: ফালাকাটা থেকে মাথাভাঙ্গার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পিকআপ ভ্যান। সোমবার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ২ ব্লকের আটমাইল সংলগ্ন ৫ নম্বর বাঁধ এলাকায়। ঘটনায় গাড়িচালক সহ ৩ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফুলকপি বোঝাই পিকআপ ভ্যানটি ফালাকাটা থেকে মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল। আটমাইল সংলগ্ন ৫ নম্বর বাঁধ এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উলটে যায়। ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
ঘটনার কথা জানতেই সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিস রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে ভিড় সরিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।