উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের ঘোর কাটতে না কাটতেই ফের শিরোনামে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাঁকে থামানো যাচ্ছেনা। ফরাসি কাপে বিপক্ষকে গোলের মালা পড়ালেন ফ্রান্সের এই তারকা। একটা বা দুটো গোল নয়, রীতিমতো পাঁচ গোলের উৎসবে মাতলেন তিনি। বিশ্বকাপে ফাইনালে গোলের হ্যাট্রিকের পর এদিন ফের হ্যাট্রিক করলেন এই ফরাসি তারকা।
ফরাসি ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ফরাসি কাপ। এই টুর্নামেন্টের পিদে ক্যাসেলকে সাত গোলের মালা পরাল পিএসজি। যেখানে একাই পাঁচ গোল করলেন কিলিয়ান এমবাপে। এদিন মাঠে নামেননি লিওনেল মেসি। মেসিকে ছাড়াই প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলেন এমবাপে। যদিও তিনি পাশে পেয়েছেন নেইমারকে। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ক্যাসেল মাত্র ২৯ মিনিট প্রতিরোধ গড়ে তুলতে পারে। ম্যাচের প্রথম ৩০ মিনিটের মধ্যেই প্রথম গোল করেন এমবাপে। ৩৪ মিনিটে দ্বিতীয়। মাঝে নেইমার ৩৩ মিনিটে স্কোর ২-০ করেছিলেন। প্রথমার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। এখানেই থামেননি ফরাসি তারকা। ম্যাচের ৫৬ এবং ৭৯ মিনিটে গোল করে পিএসজির প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েন এমবাপে। ম্যাচের ৬৪ মিনিটে অন্য গোলটি করেন কার্লোস সোলার। এদিন অল্পের জন্য ডাবল হ্যাট্রিক মিস হয়ে যায় এমবাপের।
এ নিয়ে চলতি মরসুমে ২৪ ম্যাচে তাঁর নামের পাশে যোগ হল ২৫ গোল। সব মিলিয়ে পিএসজির জার্সিতে করে ফেললেন ১৯৬ গোল। পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানির চেয়ে আর মাত্র ৪ গোল পিছিয়ে তিনি।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষে উঠে এল ভারত, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড