উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের(world cup)ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করলেন এমবাপ্পে। সেই হ্যাট্রিকই তাঁকে পৌঁছে দিল সর্বোচ্চ গোল সংখ্যায়। মাত্র ১ গোলের ব্যবধানে পিছিয়ে গেল মেসি। মেসি জিরুদের পেছনে ফেলে সোনার বুট ছিনিয়ে নিলেন ফ্রান্সের এই ফুটবল তারকা।
মেসির সঙ্গে যৌথভাবে ৫ গোলে নিয়ে খেলতে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে হ্যাটট্রিক করে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জয় করেন বিশ্বকাপের গোল্ডেন বুট। অন্যদিকে ফাইনালে দুই গোল করে মাত্র এক গোলের জন্য গোল্ডেন বুট হাতছাড়া হয় লিওনেল মেসির।
ম্যাচের প্রথমার্ধে ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সেই সঙ্গে এমবাপ্পেকে ছাড়িয়ে পৌঁছে যান ৬ গোলে। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮০ ও ৮১ মিনিটে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে ৮ গোল পৌঁছে যান এমবাপ্পে। সেই সঙ্গে দুই গোলে পিছিয়ে ফ্রান্সকে ফেরান সমতায়।এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ম্যাচের ১০৮ মিনিটে ফের গোল করেন মেসি। এতে আবারও যৌথভাবে এমবাপ্পের সঙ্গে ৭ গোলে পৌঁছে মেসি। তবে অতিরিক্ত সময়ে ম্যাচের ১১৮ মিনিটে পেনাল্টি থেকে ফের গোলের দেখা পায় এমবাপ্পে। সেইসঙ্গে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই গোলের সুবাদে মেসিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ ৮ গোলের মালিক হন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৮ গোল নিয়ে কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেন এমবাপ্পে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।