প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: এই নিয়ে টানা দু’বার পণ্ড হল দিল্লি(Delhi) পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া৷ মেয়র নির্বাচন ঘিরে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতি। চলল হাই ভোল্টেজ ড্রামা। এর আগে গত ৬ জানুয়ারি দিল্লির নবনির্বাচিত মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলারদের শপথগ্রহণের আগে ঝামেলা হওয়ায় স্থগিত হয়েছিল দিল্লির মেয়র নির্বাচন। ৬ জানুয়ারির পরে মঙ্গলবারও লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নিযুক্ত ১০ অল্ডারম্যানের শপথ ঘিরে উত্তেজনা ছড়াল পুরসভায়। আপ কাউন্সিলারদের প্রতিবাদ উপেক্ষা করে সাক্সেনা নিযুক্ত রিটার্নিং অফিসার বিজেপি কাউন্সিলার সত্য শর্মা, এদিন অল্ডারম্যানদের শপথ নিতে ডাকলে সভায় উত্তেজনা ছড়ায়।
দলীয় সূত্রে খবর, এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাউন্সিলারদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সংশ্লিষ্টদের শপথগ্রহণের পর অধিবেশনে অল্ডারম্যানদের শপথ নিতে ডাকলে প্রবল শ্লোগান উঠতে শুরু করে। এরপর দু’পক্ষের মধ্যে তুমুল বিক্ষোভ শুরু হলে ঝামেলার মধ্যে মুলতুবি হয়ে যায় অধিবেশন। অতীতে তিনবার টানা ক্ষমতায় থাকার পর দিল্লি পুর কর্পোরেশন হাতছাড়া হয়েছে বিজেপির। ২০২২ সালের ডিসেম্বরে হয়েছে দিল্লির পুরকর্পোরেশনের নির্বাচন। ২৫০ আসনের সেই নির্বাচনে ১৩৪ আসন জিতেছে আম আদমি পার্টি। বিজেপি জিতেছে ১০৪টি আসনে। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা।
প্রসঙ্গত, দিল্লি পুরসভার আসন ২৫০টি হলেও এখানে রাজ্যসভার ৩ জন ও লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, সেই দলের প্রার্থীই মেয়র পদে জয়ী হবেন। আপের দিকে ১৩৪ জন কাউন্সিলার, ৩ সাংসদ এবং ১৩ জন বিধায়কের সমর্থন রয়েছে। বিজেপির দিকে আছে ১১৩ জনের সমর্থন। অল্ডারম্যানদের মনোনীত করা হয়, মেয়র নির্বাচনে তাঁদের কোনও ভোটাধিকার নেই। ১০ জন অল্ডারম্যানকে যেভাবে মনোনীত করা হয়েছে, তা অসাংবিধানিক বলে ইতিমধ্যেই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে এদিনও এমসিডি সদর দপ্তরের সিভিক সেন্টার সাক্ষী থাকল দুই রাজনৈতিক দলের চাপানউতরের জেরে মেয়র নির্বাচন প্রক্রিয়া স্থগিত হওয়ার।
গত মাসে পুর নির্বাচনে বিজেপিকে হারিয়েছিল আম আদমি পার্টি। তবে মেয়র পদের নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এই আবহে কাউন্সিলার কেনা-বেচার অভিযোগ ওঠে। তাছাড়া মনোনীত প্রার্থীদের ভোটাধিকার নিয়েও দু’পক্ষের বিরোধ অব্যাহত। মেয়র পদের জন্য আম আদমি পার্টির প্রার্থী শেলি ওবেরয়। এদিকে বিজেপির মেয়র পদের প্রার্থী রেখা গুপ্তা। কিন্তু বিক্ষোভের জেরে এদিন আবার অনির্দিষ্টকালের জন্য পুর অধিবেশন স্থগিত হয়ে গেল।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ