তুফানগঞ্জ: ডায়ারিয়া প্রতিরোধে মেডিকেল বোর্ড গঠিত হল তুফানগঞ্জ(Tufanganj) মহকুমা হাসপাতালে। এই বোর্ডে রয়েছেন পাঁচজন চিকিৎসক। এদের মধ্যে তিনজন শিশু রোগ বিশেষঞ্জ চিকিৎসক, একজন ফিজিসিয়ান, একজন সার্জেন। হাসপাতালে বর্তমানে ডায়ারিয়া নিয়ে ভর্তি রয়েছেন দশ জন। এদের মধ্যে চারজন নতুন করে ভর্তি হয়েছেন। এদিকে, ডায়ারিয়ার প্রকোপ কমাতে শহরের ১২ নম্বর ওয়ার্ডে আগামীকাল থেকে আরেকটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করতে চলেছে তুফানগঞ্জ পুরসভা। পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন জানান, ৯,১০ ও ১১ নম্বর ওয়ার্ডে আগের মতোই পুরসভার তরফে ট্যাংকারের মাধ্যমে পানীয় জল পরিষেবা দেওয়া হয়েছে। জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া বন্ধ রাখা হয়েছে। তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী জানান, পুরসভার স্বাস্থ্য শিবিরে ক্রমেই রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
আরও পড়ুনঃ সরকারি বই উধাওয়ের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি কংগ্রেসের