মালবাজার: শহরের জল সমস্যা সমাধানে মঙ্গলবার মাল পুরসভা কার্যালয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শহরের জল সমস্যাযুক্ত বেশ কিছু এলাকা চিহ্নিত করে নতুন করে গভীর নলকূপ তৈরি, পানীয় জলের কলের বন্দোবস্ত ইত্যাদি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের চেয়ারপার্সন স্বপন সাহা, ভাইস চেয়ারপার্সন দীপা সরকার , সদস্য উৎপল ভাদুড়ী , সমর কুমার দাস, মোনিকা সাহা, বিকাশ মোড়, কৌশিক দাস, সুরজিৎ দেবনাথ, সুকদেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন। শুখা মরশুম পড়তেই শহরের বিভিন্ন এলাকায় জল সমস্যা বাড়তে শুরু করেছে। অনেক এলাকাতে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছোনো নিয়েও সমস্যা তৈরি হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় এলাকাগুলিকে চিহ্নিত করে দ্রুত গভীর নলকূপ স্থাপন করা হবে। এলাকাবিশেষে আরও পানীয় জলের কল বসানো হবে। পুরসভার এখনও পর্যন্ত নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই। ইতিমধ্যে মেটেলি ব্লকের সোনগাছি মৌজা এলাকায় কুড়ি একর জমি ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে। ওই জমিতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। শহরে স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে পর্যায়ক্রমে সম্মেলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনগুলোতে স্বনির্ভর গোষ্ঠীর কর্মকাণ্ডর পর্যালোচনা হবে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে দুটি এবং তিনটি ওয়ার্ড নিয়ে এলাকাভিত্তিতে সম্মেলনগুলি হবে। সম্মেলনগুলিতে স্বনির্ভর গোষ্ঠীদের আরও উৎকর্ষতা বৃদ্ধি নিয়ে রূপরেখা তৈরি করে দেওয়া হবে। পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন স্বপন সাহা বলেন, এদিনের বৈঠকে সবিস্তারে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।
জলস্বপ্ন প্রকল্পে স্বপ্নভঙ্গের মুখে কোচবিহার জেলা
চাঁদকুমার বড়াল, কোচবিহার : কোচবিহার(Coochbehar) জেলায় জলস্বপ্ন প্রকল্পের কাজ গতি হারিয়েছে। কত বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে তার শতাংশের হিসেবে রাজ্যে...
Read more