ফাঁসিদেওয়া, ২৯ এপ্রিলঃ লকডাউন শুরুর পরই গরীব মানুষের খাদ্য সংকট সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখে সরকারের তরফে আপৎকালীন র্যাশন বন্টন পরিষেবা শুরু করা হয়। শুরুতেই শিলিগুড়ি মহকুমা পরিষেদর অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন এমআর শপের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। এরপর নানাভাবে ব্লক প্রশাসন এবং স্থানীয় থানা সমস্যা মেটাতে তৎপর হয়। এমনকি ব্লকের ২টি র্যাশন ডিলারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। এরপরও বিভিন্ন এলাকায় র্যাশন নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ মেটেনি। এবারে র্যাশন বন্টনে সকল সমস্যা সমাধানের জন্য বুধবার ফাঁসিদেওয়া সমষ্টি উন্নয়ন কার্যালয়ের কমিউনিটি হলে ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসিরউদ্দীন, ফাঁসিদেওয়া থানার আধিকারিক, ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে প্রায় ৩১টি র্যাশন ডিলারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের সভায় সামাজিক দূরত্ব বজায় রাখা সহ র্যাশন বন্টনের জন্য সকল অবলম্বনীয় নিয়মের কথা জানানো হয়েছে। পাশাপাশি, র্যাশন বিলিতে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছেন বিডিও সঞ্জু গুহ মজুমদার। তিনি আরও জানান, এই সময়ে র্যাশন বন্টনে কোনও প্রকারের সমস্যা মেনে নেওয়া হবে না।
গলার নলি কেটে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
ছুরি দিয়ে গলার নলি কেটে বাবাকে খুন করলো ছেলে। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মানখাঁ...
Read more