চ্যাংরাবান্ধা: অঙ্গনওয়ারি কর্মীদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সোমবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই সভায় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত, রাজ্য কমিটির সদস্যা জলি চ্যাটার্জী প্রমুখ ভাষণ দেন। সংগঠনের চ্যাংরাবান্ধা শাখার সম্পাদিকা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মুক্তি গুপ্তা বলেন, মাসিক সাম্মানিক বৃদ্ধি করতে হবে। পেনশন চালু করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। সভায় দুই শতাধিক সদস্যা অংশ নেন। সভায় ব্যাপক সাড়াও পড়েছিল। চ্যাংরাবান্ধা গার্লস স্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের সভায় মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকা গণ হাজির ছিলেন।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial