ডালখোলা: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বৈঠক হল ডালখোলায় (Dalkhola) । রবীন্দ্র নজরুল সুকান্ত মঞ্চে বুধবার বিকেলে বৈঠকটি হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল, তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি তথা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রায়, ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার, শহর তৃণমূল কংগ্রেসের শহর কমিটির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। বিধায়ক গৌতম জানান, সংগঠনকে শক্তিশালী করতেই এদিন বৈঠক হয়েছে। চেয়ারম্যান স্বদেশ সরকার শ্রমিক সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।
ডালখোলা শহর আইএনটিটিইউসি’র সভাপতি আব্দুল হালিম জানান, শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বিভিন্ন গোলায় কাজ করতে গিয়ে শ্রমিকরা আহত হলে তাদের চিকিৎসা পরিসেবা ঠিক মত দিচ্ছে না কোম্পানি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আন্দোলন চালিয়ে যাবে।
আরও পড়ুন : সিএএ দ্রুত কার্যকর করার দাবিতে হেমতাবাদে মতুয়া মহাসংঘের সভা