বালুরঘাট: আগামী ১ জুলাই রথযাত্রা। আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে মঙ্গলবার বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে বিশেষ বৈঠক করল বালুরঘাট (Balurghat) থানার পুলিশ ও বালুরঘাট পুরসভা৷ এদিন দুপুরে বালুরঘাট থানায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ বালুরঘাটের অন্যান্য বিশিষ্টজনরা। জানা গিয়েছে, বালুরঘাট থানার অধীনস্থ শহর ও গ্রামাঞ্চলে ছোট বড় সব মিলিয়ে ১৬টি রথযাত্রার আয়োজন হয়। এই কমিটিগুলোকে একাধিক নিয়ম পালন করতে বলা হয়েছে। এছাড়াও রাস্তার উপর কোনও দোকানপাট বসানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বালুরঘাটে কংগ্রেসের মিছিল