কলকাতা: আগামী বছর মেঘালয়ে বিধানসভা নির্বাচন। সেটাকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে বেরিয়ে আসা বিধায়কদের সমর্থনে তৃণমূল সেখানকার প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবার তাদের পাখির চোখ ২০২৩-এর বিধানসভা নির্বাচন। রাজ্য কমিটি ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। তৃণমূলের তরফে মানস ভুঁইয়া সেখানে গিয়ে মুকুল সাংমার সঙ্গে বৈঠক করে সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
মেঘালয়ে ১২টি জেলা কমিটি গঠন করার কাজ প্রায় শেষের পথে। অল্প কিছু নাম নিয়ে সমস্যা রয়েছে। সেগুলি মিটিয়ে ফেলা মাত্রই মেঘালয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফে জেলা কমিটিগুলি ঘোষণা করে দেওয়া হবে বলে মানস জানিয়েছেন। সোমবার তিনি বলেন, ‘ইতিমধ্যেই সেখানকার বিধায়কদের পাশাপাশি মুকুল সাংমার সঙ্গে আগামীদিনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, চাহিদা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেসবের ওপর ভিত্তি করে আমরা রণকৌশল ঠিক করব।’
আপাতত ঠিক হয়েছে, রাজ্য বিধানসভার ৬০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। ভোটকৌশলী প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক গ্রামেগঞ্জে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে। তবে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ শুরু করলেও সংস্থার কর্ণধার প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা মেঘালয়ে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কংগ্রেস ভেঙে বেরিয়ে আসা বিধায়করা প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনায় বিশেষ চিন্তিত। মানস ভুঁইয়া অবশ্য এসব সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে পরিস্থিতির দিকে তৃণমূল নেতৃত্ব কড়া নজর রাখছেন।
আরও পড়ুন : প্রশান্ত কিশোরকে নিয়ে কংগ্রেসের অভিমত কি? বাড়ছে জল্পনা