হলদিবাড়ি : করোনা মোকাবিলায় রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে টাকা পাঠালেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধান। হলদিবাড়ি শহরের মেলার মাঠের তরুণ দল ক্লাব কর্তৃপক্ষও ত্রাণ তহবিলে টাকা পাঠায়।
শনিবার সন্ধ্যায় হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিতের হাতে পঞ্চাশ হাজার টাকার একটি চেক তুলে দেন অর্ঘ্যবাবু। তরুণ দল ক্লাবের সম্পাদক তপন গোস্বামী ১০ হাজার টাকার একটি চেক বিডিওর হাতে তুলে দেন।
বিডিও সঞ্জয় পন্ডিত বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি আপৎকালীন ত্রাণ তহবিল খুলেছেন। সেখানে সকল জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ ও সংস্থার কাছে সাহায্যের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।