চ্যাংরাবান্ধা: ধানের আঁটি থেকে শেষ ধানটুকু বের করতেও একটা সময় চেষ্টার কোনও ত্রুটি রাখতেন না কৃষকরা। যার জন্য তাঁরা ধান মাড়াই করতেন। কোচবিহার(Coochbehar) জেলার মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে শীতের মরশুমে ধান কাটার পরই কৃষকদের বাড়িতে মাড়াইয়ের হিড়িক পরে যেত। বর্তমানে সেই পদ্ধতি হারিয়ে যেতে বসেছে। মজিদুল হক, রবি মণ্ডল প্রমুখ কৃষক জানিয়েছেন, আগে প্রতিটি কৃষকের ঘরেই এই মরশুমে ধান মাড়াইয়ের কাজ চলত। ধানের আঁটি পিটিয়ে ধান বের করার পরও সেই আঁটিতে কিছু ধান আটকে থাকে। আটকে থাকা ধান বের করে নিতেই এমনটা করা হত। ধান মাড়াইয়ের জন্য শ্রমিকেরও প্রয়োজন হয়। বর্তমানে তারও ব্যাপক অভাব রয়েছে। আঁটি পিটিয়ে যতটা সম্ভব ধান বের করার চেষ্টা করা হচ্ছে। কৃষক মজু মহম্মদ জানান, সীমান্তের প্রত্যন্ত গ্রাম থেকেও যে এইসব পদ্ধতি ধীরে ধীরে উধাও হয়ে যাবে কয়েকবছর আগেও ভাবতে পারা যায়নি।