মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ (Mekliganj) ব্লকের একাংশ প্রাথমিক বিদ্যালয়ে সময়মতো স্কুলে যান না শিক্ষকরা। এই অভিযোগ প্রায়ই করে থাকেন অভিভাবকরা। ব্লকের কুচলিবাড়ির ১০৮ ছোট কুচলিবাড়ি পঞ্চম যোজনা প্রাথমিক বিদ্যালয়ের হালও তেমনই। এই নিয়ে এলাকাবাসী অভিযোগ জানায় বিডিওকে। মঙ্গলবার মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত রাস্তা পরিদর্শন করতে গিয়ে সারপ্রাইজ ভিজিটে যান প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে গিয়ে বিডিও নিজেও হতবাক হয়ে যান। স্কুল পড়ুয়াদের মধ্যে কেউ বাড়ি ফিরছেন আবার কেউ স্কুল ঘরের বাইরে খেলাধুলো করছে। ঘড়ির কাটায় বেলা ১২টা পেরিয়ে গেলেও স্কুলের কোনও শিক্ষক তখনও আসেনি। এই নিয়ে বিডিও তৎক্ষনাৎ বিষয়টি জানান মেখলিগঞ্জ দক্ষিণ সার্কেলের স্কুল পরিদর্শককে। বিডিও’র বক্তব্য, এই গ্রামের অনেকেই অভিযোগ জানিয়েছেন শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসে না। তাই এদিন তিনি এসেছিলেন। বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। পাশাপাশি এসডিওকেও বিষয়টি জানানো হবে। এনিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ভূষণ অধিকারী জানান, স্কুলে সঠিক সময়ে বের হয়েছিলেন। হঠাৎ করে বাইকের চাকা লিক হয়ে যায়। মেরামত করতে ধাপড়া বাজার হেটে যান। তাই প্রায় এক ঘন্টা দেরি হয়। অন্যান্য শিক্ষকরা কেন আসেননি প্রশ্ন করতে তাঁর বক্তব্য, তাঁকে মৌখিকভাবে জানিয়েছিল আসবে না৷ কিন্তু কেউ লিখিতভাবে জানাননি। অন্যদিকে এনিয়ে স্কুল পরিদর্শক বরুণ বিশ্বাসের দাবি, তাঁর কাছে কোনও শিক্ষক ছুটির আবেদন করেননি। সকলকে শোকজ করা হবে।
আরও পড়ুন : তিন জগদ্ধাত্রী পুজোয় জমজমাট সোনাপুর