রায়গঞ্জ, ৬ নভেম্বরঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধনকরকে স্মারকলিপি দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অন্যের জমি বেআইনিভাবে দখল, ই-টেন্ডার ছাড়াই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন নির্মাণে মোটা টাকার বিনিময়, পছন্দমতন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ, শাসক দলের নেতাকর্মীর আত্মীয়দের চাকরিতে নিয়োগ সহ নানা অভিযোগ তুলে কলকাতায় রাজভবনে গিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকার বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন।’ উপাচার্য অনিল ভুঁইমালিকে ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক জানান, রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগপত্র দেওয়া হয়েছে। রাজ্যপাল এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের ভূমিকায় আমরা খুশি। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ একাধিক নেতারা।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, স্মারকলিপি রাজ্যপালকে
- Advertisement -