ডিজিটাল ডেস্ক: ঝুলে রইল মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার বিষয়টি। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকেও (Menaka Gamvir) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছিল। এখনও তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। এই অবস্থায় মেনকা গম্ভীর তাঁর মায়ের অসুস্থতার কারণে বিদেশ যেতে চেয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে অভিবাসন দপ্তর থেকে তাঁকে আগেই আটকে দেওয়া হয়েছিল।
বলা হয়, ইডি নোটিশ জারি করার জন্য তাঁকে বিদেশ যাত্রা করতে দেওয়া যাবে না। ইডি (Enforcement Directorate) দফতর থেকে মেনকা গম্ভীরকে নোটিশও ধরানো হয়। আর এরপরেই মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই সূত্রে আজ অবসরকালীন বেঞ্চের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় এই মামলাটি রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন পুজোর ছুটির পর এই আবেদনের শুনানি হবে। খুব স্বাভাবিকভাবেই মেনকা গম্ভীর যে আপাতত বিদেশ যাত্রা করতে পারছেন না সে কথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে এবার রেগুলার বেঞ্চের শুনানিতে এই মামলার কি ফায়সালা হয়, সেদিকে অবশ্যই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।