নাগরাকাটা: প্রায় একমাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মেয়ে। তাঁর খোঁজে দোরে দোরে ঘুরছেন অসহায় বাবা। জানা গিয়েছে, ওই যুবতীর নাম পেনো ওরাওঁ(২৬)। বাড়ি নাগরাকাটা বস্তিতে। গত ১৩ মার্চ নিজের বাড়ি থেকেই সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। তারপর থেকে আর কোনও খোঁজ মিলছে না তাঁর। বর্তমানে চরম হতাশাগ্রস্থ পরিবারটি। পুলিশের কাছে গত ১৪ মার্চ একটি নিখোঁজ ডায়েরিও করেন যুবতীর বাবা রমেশ ওরাওঁ। তিনি পেশায় দিনমজুর।
রমেশ ওরাওঁ বলেন, ‘বহু জায়গায় তন্নতন্ন করে খুঁজেও মেয়ের কোনও হদিশ পাচ্ছি না। চরম দুশ্চিন্তায় রয়েছি।’ ওই গ্রামের শেখ সাহিদ নামে এক যুবক বলেন, ‘এলাকাবাসীরাও নানা স্থানে খোঁজ খবর করেছে। কোনও সন্ধান মেলে নি।’