দক্ষিণবঙ্গশিরোনামবঙ্গোপসাগরে বাণিজ্য জাহাজে বিধ্বংসী আগুনBy Digital Webdesk - June 14, 2018155কলকাতা, ১৪ জুনঃ বঙ্গোপসাগরে বিধ্বংসী আগুনের কবলে পড়ে পণ্যবাহী ভারতীয় জাহাজ এসএসএল কলকাতা। জানা গিয়েছে, বুধবার রাতে জাহাজটিতে আগুন লাগে।ঘটনায় জাহাজে আটকে পড়েন ২২ জন। পরে তাঁদের উদ্ধার করা হয়।