মোথাবাড়ি: বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে (World Thalassemia Day) উপলক্ষে থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্য নিয়ে মালদা থেকে দিল্লির ইন্ডিয়া গেট পর্যন্ত ১৪০০ কিমি পদযাত্রা করলো তিন যুবক। মালদা ব্লাড ব্যাংক থেকে ২৪ মার্চ রওনা দিয়ে ৮ মে এই তিন যুবক দিল্লির ইন্ডিয়া গেট পৌছে যায়। এই তিন যুবকের মধ্যে দু’জনের বাড়ি মালদা জেলায় ও একজন উত্তরদিনাজপুর জেলার বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন আলমগীর খান, বাড়ি কালিয়াচকের থানাপাড়া এলাকায়। নাইফ হাসান থাকেন ইংলিশবাজারের যদুপুরে। হিমাংশু শীলের থাকেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়। এই ৩ যুবক টানা ৪৫ দিনের যাত্রাপথে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির বিভন্ন জেলা ও গ্রামে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ ও রক্তদান সচেতনতা নিয়ে প্রচার চালায়। মালদা জেলার রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল সাহা জানান, থ্যালাসেমিয়া সচেতনতায় এই তিন যুবকের সাহস ও শক্তি রক্তদান আন্দোলনকে একটা অন্য মাত্রা দিয়েছে।
কুড়ুল দিয়ে মহিলাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার প্রতিবেশী
চাঁচল: কুড়ুল দিয়ে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল (Chanchal)-১ ব্লকের ভগবানপুর গ্রাম...
Read more