মস্কো, ১০ জুনঃ বিশ্বকাপ শুরুর তিনদিন আগে মাঠের বাইরে বোমা ফাটালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রাশিয়ার মাটিতে পা রেখেই মেসি জানালেন, বিশ্বকাপের পরেই হয়তো অবসরের কথা ভাবব। তবে সেইসঙ্গে এলএমটেন এও জানিয়েছেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত নির্ভর করছে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি ভাগ্যের উপর। প্রসঙ্গত, ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বার্সা তারকা। যদিও তারপর তৎকালীন আর্জেন্টাইন কোচ এডুয়ার্ডো বাউজার অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন মেসি। রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও আর্জেন্টিনার হয়ে ত্রাতার ভমিকায় অবতীর্ণ হয়েছেন পাঁচবারের ব্যালন ডিওর বিজয়ী।
- Advertisement -