উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর মেসি (Lionel Messi) । বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুন্য দেখিয়ে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার স্বরূপ লিওনেল মেসি জিতেছেন গোল্ডেন বল। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দুটি গোল্ডেন বলের মালিক হলেন এলএমটেন।
কাতার বিশ্বকাপে মোট ৭ টি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এই সাতটি ম্যাচেই অসধারণ পারফরম্যান্সে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৭ টি ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচেই সেরার স্বীকৃতি পান এই কিংবদন্তী। এবারের বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা ৭। শুধু গোল করেই ক্ষান্ত থাকেননি তিনি, তাঁর পাসে সতীর্থরা করেছেন তিনটি গোল। এর আগে ২০১৪ বিশ্বকাপে মেসি জিতেছিলেন গোল্ডেন বল। ২০১৮ সালে দলকে বিশ্বকাপের ফাইনালে তুললেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার।তবে এবার সেই সুযোগ নষ্ট করলেন না তিনি। ফাইনালে দুই গোল করে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিলেন তিনি। সেইসঙ্গে নিজের ব্যাক্তিগত পারফরম্যান্সে ভর করে জিতলেন গোল্ডেন বল।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : মেসির স্বপ্নপূরণ, ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় আর্জেন্টিনার