উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু সফল ফুটবলার নন, ফুটবল বিশ্ব জানে মেসি একজন খুব ভাল ‘ফ্যামিলি ম্যান’। গোটা বিশ্বকাপ (FIFA World Cup 2022) পর্বে কাতারে উপস্থিত থেকেছে লিওনেল মেসির (Lionel Messi) পরিবার। স্বামীর সাফল্য ও আর্জেন্টিনার জয়ের জন্য গলা ফাটিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সঙ্গে ছিল তিন সন্তানও। নিয়ম করে আর্জেন্টিনার প্রতি ম্যাচেই ছেলেদে নিয়ে উপস্থিত ছিলেন আন্তোনেল্লা।
❤️ Lionel Messi and his family #FIFAWorldCup|#Messi𓃵|#ARG pic.twitter.com/N4YCZEFxrO
— FIFA World Cup Stats (@alimo_philip) December 18, 2022
গতকাল ফাইনালের দিনও ব্যতিক্রম ছিল না। মাঠেই ছিলেন সপরিবার আন্তোনেল্লা। কিন্তু ৩৬ বছরের যন্ত্রনার যাত্রা শেষে ৩৫ বছর বয়সে মেসির হাতে কাপ উঠতেই আর্জেন্টিনীয় সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের সঙ্গে ছিলেন আন্তোনেল্লা ও তাঁর ছেলেরাও। এর আগে ২০১৪ সালে কাপ জয়ের কাছে এসেও তা অধরা ছিল মেসির। জার্মানদের কাছে হারতে হয়েছিল ফুটবলের ইশ্বরকে। কিন্তু তার সব দুঃখ পুষিয়ে দিয়েছে কাতার।
https://twitter.com/MimosaFawaz/status/1604558411676499968?s=20
ফুটবল দুনিয়েয় মেসির পরিচয় কিন্তু ফ্যামিলি ম্যান হিসেবে।গতকাল লুসেইল স্টেডিয়ামে যেন নতুন করে সেই ছবিটাই ধরা পড়ল। আর্জেন্টিনা জিততেই মাঠে ঝাঁপিয়ে পড়েন স্ত্রী আন্তোনেল্লা ছাড়াও মেসির তিন সন্তান থিয়াগো, সিরো ও মাতেও। বাবাকে জড়িয়ে ধরে শিশুর আনন্দে মেতে ওঠেন তাঁরা। মেসিও তার পাওয়া সেরা খেলোয়ারের পুরষ্কার গোল্ডেন বল তুলে দেন থিয়াগোর হাতে। ছবিতে দেখা গেছে কাপে চুমু খাচ্ছে থিয়াগো। এই নিয়ে দু-দুবার গোল্ডেন বল পুরষ্কার জিতলেন মেসি। মেসিও তার দলীয় সতীর্থদের হাত ঘুরে বিশ্বকাপও চলে আসে থিয়াগো-মাতেওদের হাতে। গোটা বিশ্ব দেখেছে কীভাবে বিশ্বকাপকে ছুঁয়ে-চুমু খেয়ে দেখেছেন মেসির সন্তানরা। আন্তোনেল্লাকেও দেখা যায় বিশ্বকাপে চুমু খেতে। স্বামীকে জড়িয়ে ধরে অভিবাদনও জানান আন্তোনেল্লা। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের রাত গোটা বিশ্ব দেখল অন্য এক মেসিকে। যে একজন দায়িত্ববান স্বামীর পাশাপাশি স্নেহশীল পিতাও বটে।
💙Lionel Messi with his wife and kids moments after making history at the World Cup with Argentina.#FIFAWorldCup|#Messi𓃵|#GOAT𓃵 pic.twitter.com/3YwaauBDYi
— FIFA World Cup Stats (@alimo_philip) December 19, 2022
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা’, বললেন ফুটবল সম্রাট পেলে