ডিজিটাল ডেস্কঃ মেট্রোরেল নিত্যযাত্রীদের যাতায়াতের অন্যতম অংশ। আজকে শোভাবাজার স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কবি সুভাষগামী মেট্রো রেকে হঠাৎ করেই নিত্যযাত্রীরা আগুন বের হতে দেখেন। কার্যত আতঙ্কিত হয়ে পড়েন মেট্রো যাত্রীরা। বিষয়টি চালককে জানানো হয়। এরপর শোভাবাজার প্লাটফর্মে মেট্রো থামিয়ে দেওয়া হয়। রেলকর্মীরা তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল থেকে এভাবে ধোঁয়া বের হয়েছে। তবে কি যান্ত্রিক ত্রুটি ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চলতি মাসের শুরুতেই মেট্রোয় ব্যাপক বিভ্রাট দেখা গিয়েছিল। বেলগাছিয়া এবং শ্যামবাজারের মাঝখানে ডাউন লাইনে ফাটল দেখা যায়। সে সময়ও মেট্রো থামিয়ে দেওয়া হয়। প্রায় দিনই মেট্রোরেলের এই বিপর্যয় নিয়ে এবার সরব হচ্ছেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুনঃ রবীন্দ্রসদনে গীতশ্রীকে শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ঢল