ওয়াশিংটন: মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার ছেলে জেইন। মঙ্গলবার সকালে এই খবর জানানো হয়েছে মাইক্রোসফটের তরফে। সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেইন। তাঁর মৃত্যুতে শোকাহত নাদেলা পরিবার। পুত্রহারা সত্য এবং তাঁর স্ত্রী অণুকে সমবেদনা জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠরা। জানা গিয়েছে, জন্ম থেকে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেইন।
আরও পড়ুন : যুদ্ধে ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের