রায়গঞ্জ: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক পরিযায়ী শ্রমিক। শনিবার ঘটনাটি ঘটেছে ইটাহার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বেকিডাঙ্গায়। শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল সন্ধ্যায় দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম ধনঞ্জয় সরকার(২১) ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজে করতেন তিনি। দিন কয়েক আগে বাড়িতে আসেন তিনি। তবে কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। ইটাহার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস