তুফানগঞ্জ: পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই চাঞ্চল্য তৈরি হল তুফানগঞ্জ ১ ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামে। স্থানীয়রা এদিন শ্রমিকদের বাড়িতে গিয়ে আলাদা থাকার নিদান দিয়ে আসেন ।
স্থানীয় সূত্রে খবর, তুফানগঞ্জ ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় মুম্বাই থেকে ফিরেছেন ৩২ জন শ্রমিক। এদের মধ্যে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের বাসিন্দা রয়েছেন তিনজন। মুম্বাই এর এক হাসপাতালে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয়। এরপর তাঁরা একটি ট্রাক ভাড়া করে এ রাজ্যে আসেন। রাজ্যে প্রবেশের মুখে শিলিগুড়ির কাছে তাদের শুধু থার্মাল স্কীনিং করে প্রশাসন। গ্রামে বিষয়টি জানাজানি হতেই জনসাধারণের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। গ্রামবাসীরা ওই সব পরিযায়ী শ্রমিকদের বাড়িতে হাজির হয়। তাঁদের আলাদা থাকতে বলেন। ওই পরিযাযী শ্রমিকদের জন্য স্থানীয় এক ক্লাব গদাধর নদীর তীরে ছাপরা (একচালা ঘর) তৈরি করে দিয়েছে।
ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা জানান,তাঁরা মুম্বাই থেকে মঙ্গলবার ভোরে বাড়িতে ফিরেছেন। মুম্বাইয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর শিলিগুড়িতে থার্মল স্কীনিং করা হয়। তবে কোথাও লালার নমুনা নেওয়া হয়নি। এমতবস্তায় প্রশাসনের সহযোগিতা করতে চান তাঁরা।