ভাস্কর শর্মা, আলিপুরদুয়ার : লকডাউনের জেরে এখন অনেকটাই শান্ত আলিপুরদুয়ার শহর। মানুষ ঘরবন্দি, রাস্তাঘাটে যানবাহন নেই, কমছে দূষণ। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ার শহরের জলাশয়গুলিতে দেখা মিলছে পরিযায়ী পাখিদের। শহরের বিভিন্ন জলাশয়ে এখন পরিযায়ী পাখিরা দল বেঁধে আসছে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাশয় সহ বক্সা টাইগার রিজার্ভের জলাশয় এবং বিভিন্ন নদীর ধারে এখন নাম না জানা হাজারো পাখির দেখা মিলছে। সাধারণত প্রতিবছর ফেব্রুযারি মাসের শেষের দিকে পরিযায়ী পাখিরা চলে যায়। কিন্তু এবার শীত শেষের পর এপ্রিল মাস পড়ে গেলেও পরিযায়ীদের দেখা যাচ্ছে। সকাল, দুপুর, বিকেলে শহরের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা উড়ে আসছে। পাখি বিশেষজ্ঞ অধ্যাপক দেবাশিস দাস বলেন, লকডাউনের জন্য চারদিক এখন অনেকটাই শান্ত। শহরে এখন মানুষের কোলাহল বা যানবাহনের ভিড় নেই। এই শান্ত পরিবেশ উপভোগ করছে পরিযায়ীরা। এদিকে, শহরের জলশায়গুলিতে ফের পরিযায়ীদের দেখা মেলায় খুশি পরিবেশপ্রেমীরা।
প্রতি বছর শীতের শুরুতে পরিযায়ী পাখিরা আলিপুরদুয়ারের জলাশয়গুলিতে আসতে শুরু করে। সাইবেরিযা সহ অন্য দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে শহরের জলাশয়গুলিতে। এবারও শীতের সময় পরিযায়ীরা শহরের জলাশয়ে এসেছিল। অন্য বছর একটু গরম পড়তেই চলে যায় পরিযায়ীরা। কিন্তু এবছর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসছে শহরের জলাশয়ে শহরের সাথির গলি এলাকার একটি ঝিলে প্রচুর পরিযায়ী পাখি দেখা যাচ্ছে। এ বিষয়ে সাথির গলির বাসিন্দা সৌরভ মিত্র বলেন, আমাদের পাড়ার ঝিলটিতে প্রতিবার শীতে পরিযায়ী পাখিরা আসে। সাধারণত ফেব্রুযারির শেষে তারা চলে যায়। কিন্তু এবার এপ্রিলেও তাদের দেখা যাচ্ছে। শীতের তুলনায় পরিযায়ী পাখিদের এখনই আরও বেশি করে দেখা যাচ্ছে। বর্তমানে লকডাউন চলছে, বেশিরভাগ মানুষ ঘরবন্দি। রাস্তায় যানবাহন নেই। পরিবেশ অনেকটাই দূষণমুক্ত। সেজন্যই হয়তো এ সময়ে পরিযায়ীদের দেখা মিলছে।
ভূগোলের শিক্ষক শংকর সাহা বলেন, আলিপুরদুয়ার শহরের বেশিরভাগ ঝিল, জলাশয় বুজিয়ে ফেলা হয়েছে। তবুওযয়তটুকু আছে সেগুলিতেই প্রতি বছর পরিযায়ী পাখিরা ভিড় করে। এখন লকডাউনের কারণে মানুষের ভিড় নেই সেরকম। সে কারণে পরিযায়ীরা ফের শহরের ঝিল, জলাশয়গুলিতে আসছে। শহরে পরিযায়ীরা আসায় আমরা খুশি। এ বিষয়ে আলিপুরদুয়ার নেচার ক্লাবের সভাপতি অমল দত্ত বলেন, আলিপুরদুয়ার শহরের জলাশয়গুলিতে একটা সময় প্রচুর পরিযায়ী পাখি আসত। কিন্তু শহরের জলাশয় বুজিয়ে বাড়িঘর তৈরি, দূষণের কারণে কয়েকবছর ধরে পরিযায়ী পাখিরা ঠিকমতো আসছে না। কিন্তু লকডাউনের জন্য আপাতত সব কিছু বন্ধ। তাই পরিযায়ীরা ফের আসছে শহরের জলাশয়ে এটা পরিবেশের জন্য ভালো লক্ষণ। কিন্তু শহরের জলাশয়গুলিতে পরিযায়ীদের আমরা আর কদিন দেখতে পাব? সেটাই বড় প্রশ্ন।