উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । সব কিছু ঠিকঠাক থাকলে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী তথা সাংসদ মিমিকে। বলিউডে গুঞ্জন, মিমির বিপরীতে নায়ক হিসেবে দেখা যেতে পারে অভিনেতা আলি ফজলকে। পরিচালক সৌমেন সেনের ওয়েব সিরিজেই কাজ করার কথা রয়েছে তাঁর।
এর আগে টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রীরা বলিউডে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছেন- স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অনিবার্ণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রায় চৌধুরী। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন মিমি চক্রবর্তী। ওয়েব সিরিজের মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে।
আরও পড়ুন : ‘লাইগার’ দেখে নিজেই হতাশ বিজয় দেবেরাকোন্ডা