নাগরাকাটা: উঁচু ক্লাসের পড়ুয়ারা পুরনো ক্লাসের অপ্রোয়জনীয় রেফারেন্স বইয়ের সম্ভার নিয়ে হাজির থাকবে। যাদের ওই বইয়ের প্রয়োজন হবে তাঁরা তা স্বল্প মূল্যে কিনে নিতে পারবে দাদা দিদিদের কাছ থেকে। একাজে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি থাকছে নতুন বইয়ের স্টলও। সরকার পোষিত এলাকার বিভিন্ন গ্রামীন গ্রন্থাগারগুলি উপস্থিত হবে নিজেদের বইয়ের প্রদর্শনীর জন্য। সেসবও দেখতে পারবেন বই প্রেমীরা। নানা আঙ্গিকে এমনই মিনি বই মেলার আয়োজন করেছে নাগরাকাটা ব্লক প্রশাসন। লক্ষ্য ছাত্রছাত্রীদের আরো বেশী বইমুখী করা। মেলাটি শুরু হবে আগামী ১৮ মে থেকে। চলবে ২০ মে পর্যন্ত। ‘বাংলা উন্নয়নের পথে’ শীর্ষক কর্মসূচী পালনের অঙ্গ হিসেবে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রাঙ্গনে মিনি বই মেলার আসরটি বসবে। শুক্রবার বিডিও অফিসে এব্যাপারে একটি প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়। বিডিও বিপুল কুমার মন্ডল বলেন, ‘বইয়ের প্রতি ছাত্র ছাত্রীদের আকর্ষণ আরও বাড়ানোর জন্যই এমন উদ্যোগ। এলাকার স্কুলগুলিকে এতে শামিল করা হচ্ছে।’
দুঃস্থ শিশুদের শিক্ষা সামগ্রী দিল এসএফআই
ফালাকাটা: দুঃস্থ শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল এসএফআই। রবিবার এসএফআই এর ফালাকাটা-১ নম্বর লোকাল কমিটির তরফে শহরের ১১ নম্বর...
Read more