সংবাদদাতা, রাজগঞ্জ: ভিন রাজ্য ফেরতরা সঠিকভাবে হোম কোয়ারিন্টিনে রয়েছে কি না, সে ব্যাপারে খোঁজ নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার তিনি রাজগঞ্জ বিডিও অফিসে ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও এন সি শেরপা, বিএমওএইচ শুভদীপ সরকার প্রমুখ।
বৈঠক শেষে পর্যটনমন্ত্রী বলেন, রাজগঞ্জ ব্লকে প্রায় ১২০০ জন ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। তাদেরকে হোম কোয়ারিন্টিনে থাকতে বলা হয়েছে। এছাড়া ১৩ জনকে রাজগঞ্জের লায়ন্স হাসপাতালে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। কিছু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন। তাদেরকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। রেশনে খাদ্য সামগ্রী বিতরণ ও কুপন বিতরণ সঠিকভাবে হচ্ছে কি না সে ব্যাপারে ও খোঁজ নেন পর্যটনমন্ত্রী।