ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় সদ্যই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিপ্লব দেব। কিন্তু এখনো দলের অন্যান্যদের কাছে বিপ্লব দেবের গ্রহণযোগ্যতা কমেনি এতোটুকুও। এবং সে কথা প্রমাণ হল এদিন। কার্যত বিপ্লব দেবের প্রশংসা করতে গিয়ে পঞ্চমুখ হলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দূরদৃষ্টির তারিফ করতে গিয়ে তাঁর সঙ্গে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু এবং এমনকি আইনস্টাইনের তুলনা পর্যন্ত টানেন ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রী। স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে এই প্রসঙ্গে ত্রিপুরায় ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। ত্রিপুরার বর্তমান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এই ঘটনাকে তোষামোদের রাজনীতি বলে ব্যাখ্যা করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অনুব্রতকে জোর করে ফাঁসানো হয়েছে : উদয়ন গুহ
যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডাকাতির মামলায় ৪২ দিনের জেল খাটা আসামী, সে দেশে তো সীমান্ত পেরিয়ে গোরুপাচার হবেই। অনুব্রত মণ্ডলের...
Read more