ঘোকসাডাঙ্গা: রাজস্থানের বিকানেরের পর জয়পুর থেকে উদ্ধার হল ঘোকসাডাঙ্গার এক নাবালিকা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকাকে নিয়ম মেনে মাথাভাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা থানা সংলগ্ন এলাকার বয়স ১৬-র এক নাবালিকা নিখোঁজ হয়। তাঁর পরিবার নিখোঁজ সংক্রান্ত বিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘোকসাডাঙ্গা থানার পুলিশ মোবাইল সহ বিভিন্ন সূত্র ধরে জানতে পারে ওই নাবালিকা জয়পুরে রয়েছে। অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে শনিবার মাথাভাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, মাথাভাঙ্গা ২ ব্লকের প্রেমেরডাঙ্গা এলাকার নিখোঁজ নাবালিকাকে রাজস্থানের বিকানের থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছিল। ঘোকসাডাঙ্গায় ক্রমশ বেড়েই চলেছে নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনা। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে মহিলাকে মারধরের অভিযোগ, ধৃত ১