নকশালবাড়ি: আবাস যোজনার তালিকা থেকে যোগ্য প্রাপকদের নাম কেটে দেওয়ার অভিযোগ করে নকশালবাড়ির (Naxalbari) বিডিওকে স্মারকলিপি দিল অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশনের দার্জিলিং জেলা কমিটি। দিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সংখ্যালঘু এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে অনেকের নাম কেটে দেওয়া হয়েছে।
অভিযোগ, এলাকায় পাকা বাড়ি, গাড়ি, জমি জায়গা যাদের রয়েছে তাদের নাম আবাস যোজনার তালিকায় রাখা হয়েছে। কিন্তু যারা ত্রিপল টাঙিয়ে বসবাস করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এলাকার বেশ কয়েক জনের নাম দিয়ে এদিন বিডিওকে ওই এলাকায় সমীক্ষার জন্যও বলা হয়। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সেক্রেটারি নূরজাহান বেগম জানান, সংখ্যালঘু এলাকায় যাদের রাজনৈতিক প্রভাব রয়েছে তাদের নামে ঘর বরাদ্দ হয়েছে যারা গরিব তাদের বঞ্চিত করা হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকলের ব্যবহারে দূষণের আশঙ্কা মালবাজারে