শিলিগুড়ি: পর্যটন মানচিত্রে অত্যন্ত পরিচিত একটি নাম মিরিক (Mirik)। এই মিরিকের মুকুটে এবার নতুন পালক জুড়তে চলেছে। শীঘ্রই মিরিককে ‘গ্রীন সিটি’ হিসেবে ঘোষণা করা হবে। এই জন্য সমস্ত প্রস্তুতি প্রায় সাড়া হয়ে গিয়েছে। শুক্রবার মিরিকে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন, মিরিক পুরসভার প্রশাসক লালবাহাদুর রাই। তিনি বলেন, ‘সম্ভবত ১৫ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মিরিকে আসবেন। সেইদিনই গ্রীন সিটি হিসেবে ঘোষণা করার সম্ভাবনা রয়েছে মিরিককে।’
২০১৭ সালের নির্বাচনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মিরিক পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই মিরিকের পর্যটনকে আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। পুরসভার ন’টি ওয়ার্ড থেকে পাঁচজন করে সদস্য নিয়ে বিশেষ টিম তৈরি করে জঞ্জাল অপসারণ থেকে শুরু করে বৃক্ষ রোপনের প্রকল্প হাতে নেওয়া হয়। এই কাজে সহযোগিতা নেওয়া হয় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলির। প্রত্যেকটি ওয়ার্ডেরই আবর্জনা সঠিক সময় তুলে নিয়ে নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে ফেলার কাজ ইতিমধ্যেই চালু হয়েছে। কয়েক বছরে প্রচুর গাছও মিরিক শহর জুড়ে লাগানো হয়েছে। গত কয়েক বছরে মিরিক অনেকটাই সাফসুতরো হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করেছে পুরসভা। যা দেখে খুশি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)। ইতিমধ্যেই সুডার তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য বেশ কয়েকটি গাড়ি দেওয়া হয়েছে। রাজ্য সরকারও মিরিককে মডেল পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে বেশ কিছু পরিকল্পনা আগেই হাতে নিয়েছিল। জিটিএ-র মাধ্যমে মিরিক লেকের সংস্কার সৌন্দর্যায়নের কাজও হয়েছে।ছ যার ফলে পর্যটন মানচিত্রে আরও উন্নত হচ্ছে মিরিক। আগামী ৭ অগাস্ট এই বিষয়ে মিরিকে পৌরসভা এবং জিটিএ প্রশাসনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : বদলি হয়েছেন শিক্ষিকা-শিক্ষাকর্মী, পঠনপাঠন বন্ধ সীমান্তের স্কুলে