উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শংকর ঘোষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক ডাকঘর কর্মীর বিরুদ্ধে। দুর্ব্যবহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও জানান বিধায়ক। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছারি রোডের পোস্ট অফিসে। এদিন শংকর ঘোষ কর্মী-সমর্থকদের নিয়ে পোস্ট অফিসে জাতীয় পতাকা কিনতে গিয়েছিলেন। সেখানেই বিষয়টি ঘটে। আর তাতেই ক্ষিপ্ত হন বিধায়ক সহ বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, ‘আজাদি কি মহোৎসব’ উপলক্ষে ডাকঘরে পতাকা কিনতে গিয়েছিলেন শংকর ঘোষ। সেখানে গিয়ে কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান তিনি। সেইসময় ওই কাউন্টারে কোনও কর্মী ছিলেন না। তিনি দুপুরে খেতে গিয়েছিলেন বলে জানান পাশের কাউন্টারের এক কর্মী। সেই কর্মীই বিধায়ককে পরে আসতে বলে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। এছাড়াও সময়ের আগে দুপুরের খেতে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেও ক্ষোভ প্রকাশ করেন শংকর ঘোষ।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ডাকঘরের বাকি কর্মীরা এসে সামাল দেয়। শেষমেশ পতাকা কিনে ফিরে যান বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তীতে বিধায়ক বলেন, ‘একজন বিধায়কের সঙ্গে যদি এই ব্যবহার করা হয়, তবে সাধারণ মানুষের সঙ্গে কীভাবে কাজ করেন এরা।’ বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সাংসদকেও জানাবেন।
আরও পড়ুন : রতুয়ায় চালু হল পুলিশ সহায়তা কেন্দ্র