ফারাক্কাঃ ফিল্মি কায়দায় ফারাক্কা (Farakka) ব্যারেজ আবাসনে এক প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে লুঠপাট চালাল দুস্কৃতীরা। সোমবার রাত ন’টা নাগাদ মুখ বাঁধা অবস্থায় বছর দু’জন যুবক হঠাৎই দরজা ঠেলে প্রাক্তন অধ্যক্ষ হরিশচন্দ্র রায়ের ঘরে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে হরিশবাবুর ছোট ভাইকে বেঁধে রেখে গলায় হাঁসুয়া ধরে আলমারি থেকে টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনার তদন্তে পুলিশবাহিনী নিয়ে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। এদিন সকালবেলা ফারাক্কার এসডিপিও অসীম খান ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। হরিশচন্দ্র রায় জানান ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। ফরাক্কার এসডিপিও অসীম খান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: Asansol News | অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে চুরির অভিযোগ, প্রতিবাদে কারখানার বাইরে বিক্ষোভ