বসিরহাট, ৭ জানুয়ারিঃ ছাত্রীদের কু-প্রস্তাব, শিক্ষিকাদের কুরুচিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে বরখাস্ত হলেন বসিরহাট মহকুমার মধ্যমপুর গুলাইচন্ডী হাইস্কুলের প্রধান শিক্ষক আশিক ইকবাল মণ্ডল।
দীর্ঘদিন ধরে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য, শিক্ষিকাদের মোবাইলে কুরুচিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের ওপর। প্রতিবাদ করলে তাদের চাকরি থেকে বরখাস্ত করারও হুমকি দিতেন তিনি। গত ২০১৯ সালের ২২ আগাস্ট স্কুলে এক ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ায় প্রতিবাদ করলে তাকেও স্কুল থেকে বরখাস্ত করার ভয় দেখানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। এই ঘটনায় রাজ্য শিক্ষা দপ্তরের তরফে তদন্ত কমিটি গঠন করা হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে বরখাস্ত করা হয় তাকে।