জলপাইগুড়ি: রাতের অন্ধকারে এটিএম লুঠের চেষ্টা। রবিবার গভীর রাতে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন একটি পেট্রোল পাম্পের পাশে থাকা এটিএমে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে।
গতকাল রাতে পাম্পে তেল ভরার সময় লোহার রড হাতে এক যুবককে ওই এটিএমে ঢুকতে দেখেন এক ট্রাকচালক। তাঁর চিৎকারে পাম্পের কর্মীরা ছুটে গেলে এটিএম থেকে বেরিয়ে পালিয়ে যায় যুবকটি। গোটা বিষয়টি এটিএমে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক লোহার রড দিয়ে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছে। যদিও সে টাকা লুঠ করতে পারেনি বলে জানা গিয়েছে।