চাঁচল, ১০ জানুয়ারিঃ ব্যাংক কর্মীর টাকা ছিনতাইয়ের চেষ্টা। এমনকি পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলিও ছোড়ে বলে অভিযোগ। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুরের রামশিমুলপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাংক কর্মীর নাম সুখদেব দাসে(৩২)। তিনি হরিশ্চন্দ্রপুর কাপাইচণ্ডি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। এদিন রামশিমুলপুর এলাকায় চারজন দুষ্কৃতী বাইকে করে ওই ব্যক্তির পথ আটকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি কোনোরকমে সেখান থেকে পালাতে সক্ষম হলেও পরে দুই দুষ্কৃতী কস্তুরিয়া এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। কিন্তু দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত চলছে।