ইরবিল: উত্তর ইরাকের ইরবিল (Erbil) শহরে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা (Missile Attack)। কুর্দিস্তান প্রদেশের রাজধানী ইরবিলে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি সেখানকার নিরাপত্তা বাহিনীর। ইরাকের বাইরে থেকেই এই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। মিসাইল হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাকি টেলিভিশন চ্যানেলের অফিস। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন বিদেশ দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক আহত হননি। ইরবিলে মার্কিন দূতাবাসেরও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : পোল্যান্ড সীমান্তের লুভিভে সেনাছাউনি উড়িয়ে দিল রাশিয়া, মৃত ৩৫