ঢাকা: দাম্পত্য কলহের জেরেই খুন। বাংলাদেশের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খুনের ঘটনায় নিজের দোষ স্বীকার করেছেন তাঁর স্বামী সাখাওয়াত আলি নোবেল। এই খুনের ঘটনায় নোবেলকে সাহায্য করেছেন তাঁর বন্ধু ফরহাদ। ঘটনায় শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার থেকে নিখোঁজ ছিলেন শিমু। তাঁর স্বামী নোবেল ওই দিন রাতে কলাবাগান থানায় জিডি করেন। এরপর থেকে শিমুর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে শিমুর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করা হয়েছিল। জেরায় অভিনেত্রীর স্বামী তাঁর দোষ স্বীকার করেছেন। দাম্পত্য কলহের জেরে এই খুন বলে জানান নোবেল। মৃতদেহ লোপাট করতে নোবেলকে সাহায্য করেছিলেন তাঁর বন্ধু ফরহাদ। খুনের পর মৃতদেহ লুকিয়ে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন দু’জন।